০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আবারও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০১:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 15

ঢাকার কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের একটি মিছিল থেকে এই সহিংসতা চালানো হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিছিল থেকে স্লোগান দিতে দিতে একদল লোক কার্যালয়ের সামনে এসে হামলা চালায়। তারা ভবনের জানালা-দরজা ভাঙচুর করে এবং পরে কার্যালয়ের একটি অংশে আগুন লাগিয়ে দেয়।

এদিকে হামলার আধা ঘণ্টা পর সেখানে পুলিশ আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে উঠছে। পুলিশ আস্তে আস্তে জাপার কার্যালয় থেকে বিক্ষুদ্ধদের সরিয়ে সেখানে অবস্থান নিয়েছে।

জলকামান থেকে পানি দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এর আগে, গত ৩১ আগস্টও একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। সেদিনও বিক্ষোভকারীরা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই সময় পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ট্যাগঃ

আবারও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট সময়ঃ ০১:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

ঢাকার কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের একটি মিছিল থেকে এই সহিংসতা চালানো হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিছিল থেকে স্লোগান দিতে দিতে একদল লোক কার্যালয়ের সামনে এসে হামলা চালায়। তারা ভবনের জানালা-দরজা ভাঙচুর করে এবং পরে কার্যালয়ের একটি অংশে আগুন লাগিয়ে দেয়।

এদিকে হামলার আধা ঘণ্টা পর সেখানে পুলিশ আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে উঠছে। পুলিশ আস্তে আস্তে জাপার কার্যালয় থেকে বিক্ষুদ্ধদের সরিয়ে সেখানে অবস্থান নিয়েছে।

জলকামান থেকে পানি দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এর আগে, গত ৩১ আগস্টও একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। সেদিনও বিক্ষোভকারীরা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই সময় পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।