০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেপালে জেন-জি আন্দোলন উত্তাল, বিভিন্ন জেলায় কারফিউ জারি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০২:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 16

নেপালে চলমান জেন-জি আন্দোলন ক্রমেই সহিংস রূপ নিচ্ছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কয়েকটি জেলায় কারফিউ জারি করেছে।

রুপানদেহি জেলা প্রশাসন জানিয়েছে, সোমবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বুটওয়াল ও ভৈরহাওয়ায় কারফিউ কার্যকর থাকবে। এ সময়ে কোনো সভা, মিছিল, সমাবেশ বা অবস্থান কর্মসূচি আয়োজন কঠোরভাবে নিষিদ্ধ। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, বুটওয়াল–বেলহিয়া সড়কের দুই পাশের ১০০ মিটারের মধ্যে কোনো বিক্ষোভ করা যাবে না।

অন্যদিকে, পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সুনসারি জেলার ইটাহারিতেও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসক ধর্মেন্দ্র মিশ্র জানান, সোমবার বিকেল ৩টা ৩০ মিনিট থেকে কারফিউ কার্যকর হয়।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি বিধিনিষেধ ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ থেকেই জেন-জি আন্দোলনের সূচনা। পরে এটি দ্রুতই কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, সরকারের দমননীতি ও স্বচ্ছতার অভাব গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে। ইতোমধ্যে শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস আকার নিয়েছে; পুলিশের গুলিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধারাবাহিকভাবে কারফিউ জারি করছে প্রশাসন।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

নেপালে জেন-জি আন্দোলন উত্তাল, বিভিন্ন জেলায় কারফিউ জারি

আপডেট সময়ঃ ০২:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

নেপালে চলমান জেন-জি আন্দোলন ক্রমেই সহিংস রূপ নিচ্ছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কয়েকটি জেলায় কারফিউ জারি করেছে।

রুপানদেহি জেলা প্রশাসন জানিয়েছে, সোমবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বুটওয়াল ও ভৈরহাওয়ায় কারফিউ কার্যকর থাকবে। এ সময়ে কোনো সভা, মিছিল, সমাবেশ বা অবস্থান কর্মসূচি আয়োজন কঠোরভাবে নিষিদ্ধ। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, বুটওয়াল–বেলহিয়া সড়কের দুই পাশের ১০০ মিটারের মধ্যে কোনো বিক্ষোভ করা যাবে না।

অন্যদিকে, পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সুনসারি জেলার ইটাহারিতেও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসক ধর্মেন্দ্র মিশ্র জানান, সোমবার বিকেল ৩টা ৩০ মিনিট থেকে কারফিউ কার্যকর হয়।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি বিধিনিষেধ ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ থেকেই জেন-জি আন্দোলনের সূচনা। পরে এটি দ্রুতই কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, সরকারের দমননীতি ও স্বচ্ছতার অভাব গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে। ইতোমধ্যে শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস আকার নিয়েছে; পুলিশের গুলিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধারাবাহিকভাবে কারফিউ জারি করছে প্রশাসন।