১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফের গহীন পাহাড় থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:২১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 16

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে পাহাড়ি আস্তানায় বন্দি করে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানটি পরিচালিত হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২২ জন পুরুষ, ২৩ জন নারী ও ২১ জন শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছাড়াও রোহিঙ্গা আছেন বলে জানিয়েছে কোস্টগার্ড।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মানবপাচারকারীরা সাধারণ মানুষকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফে নিয়ে আসে। পরে তাদের পাহাড়ি আস্তানায় বন্দি করে রাখা হয়। অনেকে অপহরণের শিকারও হন। অপহরণকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণও দাবি করত।

কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে পাচার ও অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তথ্য সংগ্রহের কাজ চলছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার বেলা ১১টায় টেকনাফ কোস্টগার্ড স্টেশন কেরনতলীতে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ট্যাগঃ

টেকনাফের গহীন পাহাড় থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

আপডেট সময়ঃ ১১:২১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে পাহাড়ি আস্তানায় বন্দি করে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানটি পরিচালিত হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২২ জন পুরুষ, ২৩ জন নারী ও ২১ জন শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছাড়াও রোহিঙ্গা আছেন বলে জানিয়েছে কোস্টগার্ড।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মানবপাচারকারীরা সাধারণ মানুষকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফে নিয়ে আসে। পরে তাদের পাহাড়ি আস্তানায় বন্দি করে রাখা হয়। অনেকে অপহরণের শিকারও হন। অপহরণকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণও দাবি করত।

কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে পাচার ও অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তথ্য সংগ্রহের কাজ চলছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার বেলা ১১টায় টেকনাফ কোস্টগার্ড স্টেশন কেরনতলীতে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।