০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘ সদর দপ্তরে শীর্ষ বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৫১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • 11

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈশ্বিক নেতৃবৃন্দের সঙ্গে এসব আলোচনা হয়েছে আন্তর্জাতিক সহযোগিতা, নির্বাচন এবং সামাজিক উন্নয়নমূলক ইস্যু ঘিরে।

জাতিসংঘের মূল অধিবেশন শেষে ড. ইউনূস সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে। সেখানে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, সংস্কার কর্মসূচি এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির ভূমিকা নিয়ে আলোচনা হয়। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের গুরুত্বও তুলে ধরেন। জবাবে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকার বাংলাদেশি অভিবাসীদের অবদানের কথা বলেন এবং ভাষা শহীদ দিবসে অংশ নেওয়ার অভিজ্ঞতা স্মরণ করেন।

এরপর ড. ইউনূস বৈঠক করেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে, যিনি জাতিসংঘ মহাসচিবের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। আলোচনায় গ্লোবাল সাউথে স্বাস্থ্যসেবা, আর্থিক অন্তর্ভুক্তি এবং সামাজিক ব্যবসার প্রসার নিয়ে গুরুত্বারোপ করা হয়। ড. ইউনূস গ্রামীণ নারীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা চালুর প্রস্তাব দেন এবং ওষুধ শিল্পে সামাজিক ব্যবসার মডেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় রানি ম্যাক্সিমাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। বৈঠকে রাজকুমারী ক্যাথারিনা-আমালিয়াও উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেইয়েসুসের সঙ্গে বৈঠকে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন ড. ইউনূস।

সফরের অংশ হিসেবে তিনি ‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি অনুষ্ঠানে অংশ নেন এবং সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সামাজিক উদ্ভাবনের বিষয়ে একটি আলোচনা সভায়ও বক্তব্য দেন।

ট্যাগঃ

জাতিসংঘ সদর দপ্তরে শীর্ষ বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আপডেট সময়ঃ ১১:৫১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈশ্বিক নেতৃবৃন্দের সঙ্গে এসব আলোচনা হয়েছে আন্তর্জাতিক সহযোগিতা, নির্বাচন এবং সামাজিক উন্নয়নমূলক ইস্যু ঘিরে।

জাতিসংঘের মূল অধিবেশন শেষে ড. ইউনূস সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে। সেখানে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, সংস্কার কর্মসূচি এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির ভূমিকা নিয়ে আলোচনা হয়। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের গুরুত্বও তুলে ধরেন। জবাবে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকার বাংলাদেশি অভিবাসীদের অবদানের কথা বলেন এবং ভাষা শহীদ দিবসে অংশ নেওয়ার অভিজ্ঞতা স্মরণ করেন।

এরপর ড. ইউনূস বৈঠক করেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে, যিনি জাতিসংঘ মহাসচিবের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। আলোচনায় গ্লোবাল সাউথে স্বাস্থ্যসেবা, আর্থিক অন্তর্ভুক্তি এবং সামাজিক ব্যবসার প্রসার নিয়ে গুরুত্বারোপ করা হয়। ড. ইউনূস গ্রামীণ নারীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা চালুর প্রস্তাব দেন এবং ওষুধ শিল্পে সামাজিক ব্যবসার মডেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় রানি ম্যাক্সিমাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। বৈঠকে রাজকুমারী ক্যাথারিনা-আমালিয়াও উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেইয়েসুসের সঙ্গে বৈঠকে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন ড. ইউনূস।

সফরের অংশ হিসেবে তিনি ‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি অনুষ্ঠানে অংশ নেন এবং সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সামাজিক উদ্ভাবনের বিষয়ে একটি আলোচনা সভায়ও বক্তব্য দেন।