০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এবার ভারতে জেন-জি বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 10

বাংলাদেশ ও নেপালের পর এবার জেন জি ঝড় ভারতের লাদাখেও বইতে শুরু করেছে। চীন সীমান্ত ঘেঁষা এই হিমালয়ী অঞ্চলে শুরু হওয়া আন্দোলন ভয়াবহ রক্তক্ষয়ী রূপ নিয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ তরুণরা ক্ষমতাসীন বিজেপির আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হিমালয়ের উচ্চভূমি লাদাখে ভারতের নরেন্দ্র মোদির সরকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে জেন-জি প্রজন্মের তরুণদের নেতৃত্বে বুধবার (২৪ সেপ্টেম্বর) ভয়াবহ বিক্ষোভ শুরু হয়। লাদাখের রাজধানী লেহে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর বহু সদস্যও আহত হয়েছেন।

বিক্ষোভকারীরা রাজ্য মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং সাংবিধানিক সুরক্ষা দাবিতে আন্দোলন করছে। বিগত ছয় বছর ধরে স্থানীয় সিভিল সংগঠন শান্তিপূর্ণ পদযাত্রা ও অনশন কর্মসূচি পরিচালনা করলেও বুধবার শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নেয়।

অতীতে বহু অনশন কর্মসূচির নেতৃত্ব দেওয়া শিক্ষক সোনাম ওয়াংচুক বলেন, তরুণদের মধ্যে এক ধরনের বিস্ফোরণ ঘটেছে—একটি জেন-জি বিপ্লব। শান্তিপূর্ণ আন্দোলন কাজ করছে না বলে তারা মনে করছে। তিনি বলেছেন, আন্দোলনকে উপেক্ষা করলে তরুণদের ক্ষোভ ভয়াবহ রূপ নিতে পারে, তবে তিনি কখনোই সহিংসতার আহ্বান দেননি।

লাদাখ এপেক্স বডির সমন্বয়ক জিগমাত পালজোর বলেন, বুধবার লাদাখের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত দিন। যারা রাস্তায় দাবি আদায়ে নেমেছিলেন, তাদের হত্যা করা হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে ৩০ জনেরও বেশি পুলিশ আহত হয়েছেন। পুলিশ আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয়। মোদি সরকার অভিযোগ করেছে, ওয়াংচুক আন্দোলনকারীদের উসকে দিয়েছেন এবং নেপালের জেন-জি আন্দোলন ও আরব বসন্তধর্মী আন্দোলনের উল্লেখ করে তরুণদের বিভ্রান্ত করছেন।

ট্যাগঃ

এবার ভারতে জেন-জি বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত

আপডেট সময়ঃ ১২:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ও নেপালের পর এবার জেন জি ঝড় ভারতের লাদাখেও বইতে শুরু করেছে। চীন সীমান্ত ঘেঁষা এই হিমালয়ী অঞ্চলে শুরু হওয়া আন্দোলন ভয়াবহ রক্তক্ষয়ী রূপ নিয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ তরুণরা ক্ষমতাসীন বিজেপির আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হিমালয়ের উচ্চভূমি লাদাখে ভারতের নরেন্দ্র মোদির সরকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে জেন-জি প্রজন্মের তরুণদের নেতৃত্বে বুধবার (২৪ সেপ্টেম্বর) ভয়াবহ বিক্ষোভ শুরু হয়। লাদাখের রাজধানী লেহে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর বহু সদস্যও আহত হয়েছেন।

বিক্ষোভকারীরা রাজ্য মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং সাংবিধানিক সুরক্ষা দাবিতে আন্দোলন করছে। বিগত ছয় বছর ধরে স্থানীয় সিভিল সংগঠন শান্তিপূর্ণ পদযাত্রা ও অনশন কর্মসূচি পরিচালনা করলেও বুধবার শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নেয়।

অতীতে বহু অনশন কর্মসূচির নেতৃত্ব দেওয়া শিক্ষক সোনাম ওয়াংচুক বলেন, তরুণদের মধ্যে এক ধরনের বিস্ফোরণ ঘটেছে—একটি জেন-জি বিপ্লব। শান্তিপূর্ণ আন্দোলন কাজ করছে না বলে তারা মনে করছে। তিনি বলেছেন, আন্দোলনকে উপেক্ষা করলে তরুণদের ক্ষোভ ভয়াবহ রূপ নিতে পারে, তবে তিনি কখনোই সহিংসতার আহ্বান দেননি।

লাদাখ এপেক্স বডির সমন্বয়ক জিগমাত পালজোর বলেন, বুধবার লাদাখের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত দিন। যারা রাস্তায় দাবি আদায়ে নেমেছিলেন, তাদের হত্যা করা হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে ৩০ জনেরও বেশি পুলিশ আহত হয়েছেন। পুলিশ আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয়। মোদি সরকার অভিযোগ করেছে, ওয়াংচুক আন্দোলনকারীদের উসকে দিয়েছেন এবং নেপালের জেন-জি আন্দোলন ও আরব বসন্তধর্মী আন্দোলনের উল্লেখ করে তরুণদের বিভ্রান্ত করছেন।