বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা তীব্রভাবে সক্রিয় হয়ে উঠেছে। তাদের প্রধান লক্ষ্য হচ্ছে জিয়া পরিবার ও জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিকে দুর্বল করা। এজন্য দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ বিষয়ে গণতন্ত্রকামী সব দল ও জনগণকে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই নির্বাচন নিয়ে গড়িমসি করছে। নানা পদ্ধতির নামে নির্বাচনী প্রক্রিয়া বানচালের চেষ্টা চলছে। দেশের তরুণ প্রজন্ম দেড়যুগ ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার যদি ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র হয়, তরুণ সমাজ তা ক্ষমা করবে না।
এ্যাব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, বুয়েটে ভর্তি হতে দেশের সর্বোচ্চ মেধাবীরা আসে। আপনাদের অভিজ্ঞতা ও জ্ঞান সংগঠনে কাজে লাগান। দেশকে কীভাবে পুনর্গঠন করা যায়, সে বিষয়ে আপনাদের মতামত বিএনপি গুরুত্ব দেবে।
এসময় উপস্থিত ছিলেন এ্যাবের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শোয়েব হোসেন হাবলু, মিয়া মো. কাইয়ুম, তানভীরুল হাসান তমাল, কেএম আসাদুজ্জামান চুন্নু, গোলাম রহমান রাজীব, তৌহিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন ও হাফিজুর রহমান প্রমুখ।
এডমিন 






