০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল: শোকজের প্রস্তুতি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৩৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 13

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং বাউতিপাড়া গ্রামের বাসিন্দা হরিদাশ বিশ্বাসের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় তাকে প্রাথমিকভাবে শোকজ করা হবে এবং পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। হরিদাশ বিশ্বাস বাউতিপাড়া গ্রামের সুধির বিশ্বাসের ছেলে।

ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে ইউপি সদস্য হরিদাশ বিশ্বাস একজন পুরুষ ও একজন নারীর সঙ্গে বসে ইয়াবা সেবন করছেন। এগারো সেকেন্ডের এই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয় এবং এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন, ইউপি সদস্য হরিদাশ বিশ্বাস দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। তারা দাবি করেন, দ্রুত তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। অন্যথায় এলাকায় মাদকের বিস্তার বাড়বে এবং যুবসমাজ ধ্বংসের মুখে পড়বে।

এ বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন পরিষদের সদস্য হরিদাশ বিশ্বাসের মোবাইল ফোনে কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ভিডিওটি ইতোমধ্যে তার নজরে এসেছে। ওই ইউপি সদস্যকে শোকজ করা হবে এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪)(খ) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য শোকজের জবাব ও তদন্ত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।

কুশল/সাএ

ট্যাগঃ

ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল: শোকজের প্রস্তুতি

আপডেট সময়ঃ ১১:৩৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং বাউতিপাড়া গ্রামের বাসিন্দা হরিদাশ বিশ্বাসের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় তাকে প্রাথমিকভাবে শোকজ করা হবে এবং পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। হরিদাশ বিশ্বাস বাউতিপাড়া গ্রামের সুধির বিশ্বাসের ছেলে।

ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে ইউপি সদস্য হরিদাশ বিশ্বাস একজন পুরুষ ও একজন নারীর সঙ্গে বসে ইয়াবা সেবন করছেন। এগারো সেকেন্ডের এই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয় এবং এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন, ইউপি সদস্য হরিদাশ বিশ্বাস দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। তারা দাবি করেন, দ্রুত তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। অন্যথায় এলাকায় মাদকের বিস্তার বাড়বে এবং যুবসমাজ ধ্বংসের মুখে পড়বে।

এ বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন পরিষদের সদস্য হরিদাশ বিশ্বাসের মোবাইল ফোনে কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ভিডিওটি ইতোমধ্যে তার নজরে এসেছে। ওই ইউপি সদস্যকে শোকজ করা হবে এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪)(খ) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য শোকজের জবাব ও তদন্ত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।

কুশল/সাএ