০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘আওয়ামী লীগ ফিরে আসা মানেই গণঅভ্যুত্থান মিথ্যা’

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৫:৪২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • 9

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আওয়ামী লীগের ফিরে আসা মানেই গণঅভ্যুত্থান মিথ্যা, আন্দোলন মিথ্যা।”

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন এবং বলবেন যে দেশের মানুষ আর কাউকে সেই সুযোগ দেবে না।

সারজিস আলম আরও বলেন, বাংলাদেশের মানুষ যে আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের আগস্টে পরিবর্তন এনেছে, সেটাকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না। যারা মনে করেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে—তারা এই স্বপ্ন দেখা বন্ধ করুন, না হলে তাদের পরিণতিও একই রকম হবে, বলেন তিনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে যোগ করেন, কেউই শেখ হাসিনা কিংবা নতুন কোনো স্বৈরাচারিক শাসন প্রতিষ্ঠা করতে পারবে না; ফ্যাসিস্ট রাজনীতির পুনরাবৃত্তি রোধই এনসিপির কাজের মূল উদ্দেশ্য। একই সভায় দলের সাংগঠনিক কার্যক্রম নিয়েও দ্রুত কার্যপ্রণালী নিয়ে কথা বলা হয়—নভেম্বরের মধ্যেই জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্য নেওয়া হয়েছে। যদি ফেব্রুয়ারিতেও নির্বাচন হয়, তবে এনসিপি সংগঠনের শক্তির ওপর ভর করে সরকার গঠন বা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় লড়বে, জানানো হয়।

নির্বাচনী প্রতীক ‘শাপলা’ সংক্রান্ত প্রশ্নে সারজিস আলম বলেন, আইনগতভাবে এনসিপি বৈধভাবে ওই প্রতীকের অধিকারী; যদি নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করে তবে শিগগিরই শাপলাকে এনসিপির প্রতীক হিসেবে ঘোষণা করা হবে। অন্যথায় কমিশন যদি কোনো প্রভাবে পড়ে, তাহলে নির্বাচন কমিশনের নিজস্ব গ্রহণযোগ্যতাই প্রশ্নের মুখে পড়বে, তিনি সতর্ক করেন।

সভার অন্য উপস্থিতিদের মধ্যে ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামান নেহাল ও জেলা প্রধান সমন্বয়কারী আলাউল হক সহ স্থানীয় নেতারা।

ট্যাগঃ

শত কোটি টাকার সম্পত্তি আত্মসাতে জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তি আটক

‘আওয়ামী লীগ ফিরে আসা মানেই গণঅভ্যুত্থান মিথ্যা’

আপডেট সময়ঃ ০৫:৪২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আওয়ামী লীগের ফিরে আসা মানেই গণঅভ্যুত্থান মিথ্যা, আন্দোলন মিথ্যা।”

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন এবং বলবেন যে দেশের মানুষ আর কাউকে সেই সুযোগ দেবে না।

সারজিস আলম আরও বলেন, বাংলাদেশের মানুষ যে আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের আগস্টে পরিবর্তন এনেছে, সেটাকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না। যারা মনে করেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে—তারা এই স্বপ্ন দেখা বন্ধ করুন, না হলে তাদের পরিণতিও একই রকম হবে, বলেন তিনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে যোগ করেন, কেউই শেখ হাসিনা কিংবা নতুন কোনো স্বৈরাচারিক শাসন প্রতিষ্ঠা করতে পারবে না; ফ্যাসিস্ট রাজনীতির পুনরাবৃত্তি রোধই এনসিপির কাজের মূল উদ্দেশ্য। একই সভায় দলের সাংগঠনিক কার্যক্রম নিয়েও দ্রুত কার্যপ্রণালী নিয়ে কথা বলা হয়—নভেম্বরের মধ্যেই জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্য নেওয়া হয়েছে। যদি ফেব্রুয়ারিতেও নির্বাচন হয়, তবে এনসিপি সংগঠনের শক্তির ওপর ভর করে সরকার গঠন বা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় লড়বে, জানানো হয়।

নির্বাচনী প্রতীক ‘শাপলা’ সংক্রান্ত প্রশ্নে সারজিস আলম বলেন, আইনগতভাবে এনসিপি বৈধভাবে ওই প্রতীকের অধিকারী; যদি নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করে তবে শিগগিরই শাপলাকে এনসিপির প্রতীক হিসেবে ঘোষণা করা হবে। অন্যথায় কমিশন যদি কোনো প্রভাবে পড়ে, তাহলে নির্বাচন কমিশনের নিজস্ব গ্রহণযোগ্যতাই প্রশ্নের মুখে পড়বে, তিনি সতর্ক করেন।

সভার অন্য উপস্থিতিদের মধ্যে ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামান নেহাল ও জেলা প্রধান সমন্বয়কারী আলাউল হক সহ স্থানীয় নেতারা।