০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলেজছাত্র বলাৎকার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৫৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 15

বরিশালের গৌরনদীতে কলেজ ছাত্রকে বলাৎকারের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি ইতালি প্রবাসী বিএনপি নেতা কিং মাসুদ সরদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

বৃহস্পতিবার বিকেলে বরিশাল কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর রাতে তাকে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার হওয়া মাসুদ উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম সরদারের ছেলে। স্থানীয় সূত্র জানায়, ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশে ফিরে এলাকায় অবস্থান নিতে শুরু করেন তিনি।

এরপর নিজেকে ইতালি প্রবাসী বিএনপি নেতা পরিচয়ে বিভিন্ন প্রভাবশালী নেতার সঙ্গে তোলা ছবি ও ব্যানার-পোস্টারের মাধ্যমে এলাকায় ব্যাপক রাজনৈতিক প্রভাব বিস্তার করেন।

অভিযোগ অনুযায়ী, গত ৭ অক্টোবর সন্ধ্যায় মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রকে (১৭) তার সহপাঠী কমলাপুর গ্রামের ইমন সরদারের মাধ্যমে ডেকে নেয় কিং মাসুদ। প্রথমে তারা সমরসিংহ বাজারে যায়। পরে ভ্যানযোগে ইল্লা বাসস্ট্যান্ড হয়ে খাঞ্জাপুর গ্রামের সামসুল হক ফকিরের ছেলে নিলয় আহমেদের বাড়িতে নিয়ে যায়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সেখানে ইমন ও নিলয় ঘর থেকে বেরিয়ে গেলে মাসুদ সরদার ভয়ভীতি দেখিয়ে কিশোরটিকে বিবস্ত্র করে জোরপূর্বক বলাৎকার করে। পরে কাউকে কিছু জানাতে প্রাণনাশের হুমকিও দেয়। অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে ঘটনাটি পরিবারকে জানালে তারা গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ‘র‍্যাব-৮ কর্তৃক গ্রেপ্তারের পর কিং মাসুদকে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মামলার অন্য আসামি নিলয় আহমেদকেও আমরা পূর্বে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। পলাতক ইমন সরদারকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

মুনতাসির/সাএ

ট্যাগঃ

কলেজছাত্র বলাৎকার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট সময়ঃ ১১:৫৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

বরিশালের গৌরনদীতে কলেজ ছাত্রকে বলাৎকারের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি ইতালি প্রবাসী বিএনপি নেতা কিং মাসুদ সরদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

বৃহস্পতিবার বিকেলে বরিশাল কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর রাতে তাকে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার হওয়া মাসুদ উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম সরদারের ছেলে। স্থানীয় সূত্র জানায়, ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশে ফিরে এলাকায় অবস্থান নিতে শুরু করেন তিনি।

এরপর নিজেকে ইতালি প্রবাসী বিএনপি নেতা পরিচয়ে বিভিন্ন প্রভাবশালী নেতার সঙ্গে তোলা ছবি ও ব্যানার-পোস্টারের মাধ্যমে এলাকায় ব্যাপক রাজনৈতিক প্রভাব বিস্তার করেন।

অভিযোগ অনুযায়ী, গত ৭ অক্টোবর সন্ধ্যায় মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রকে (১৭) তার সহপাঠী কমলাপুর গ্রামের ইমন সরদারের মাধ্যমে ডেকে নেয় কিং মাসুদ। প্রথমে তারা সমরসিংহ বাজারে যায়। পরে ভ্যানযোগে ইল্লা বাসস্ট্যান্ড হয়ে খাঞ্জাপুর গ্রামের সামসুল হক ফকিরের ছেলে নিলয় আহমেদের বাড়িতে নিয়ে যায়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সেখানে ইমন ও নিলয় ঘর থেকে বেরিয়ে গেলে মাসুদ সরদার ভয়ভীতি দেখিয়ে কিশোরটিকে বিবস্ত্র করে জোরপূর্বক বলাৎকার করে। পরে কাউকে কিছু জানাতে প্রাণনাশের হুমকিও দেয়। অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে ঘটনাটি পরিবারকে জানালে তারা গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ‘র‍্যাব-৮ কর্তৃক গ্রেপ্তারের পর কিং মাসুদকে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মামলার অন্য আসামি নিলয় আহমেদকেও আমরা পূর্বে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। পলাতক ইমন সরদারকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

মুনতাসির/সাএ