০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আ. লীগ আমলের মতো কারচুপির ষড়যন্ত্র চলছে: হাসনাত আবদুল্লাহ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৫:৪৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • 13

রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক সভায় দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ আমলের মতো কারচুপির ষড়যন্ত্র চলছে।

শুক্রবার শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সভায় এনসিপির ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) ও ঢাকা জেলা শাখার নেতারা অংশ নেন।

সভায় হাসনাত বলেন, “আমরা আবারও দেখতে পাচ্ছি, নির্বাচন প্রক্রিয়াকে প্রি-ইঞ্জিনিয়ারিংয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো বিতর্কিত নির্বাচন আর দেখতে চাই না, কিন্তু এখনকার প্রস্তুতি দেখে মনে হচ্ছে জাতিকে আরেকটি প্রহসনের নির্বাচনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, “এখন সচিবালয়ে বসে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মধ্যে ডিসি ভাগাভাগি করছে। কোথাও বলা হচ্ছে—চট্টগ্রামের ডিসি আমি নেব, উত্তরবঙ্গের দুইটা ছাড়তে হবে। এভাবে প্রশাসনকেও নির্বাচনের অংশ করে ফেলা হচ্ছে।”

হাসনাত জানান, একটি রাজনৈতিক দল তাদের নিয়ন্ত্রিত ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের পোলিং এজেন্ট বানানোর চেষ্টা করছে। এমনকি দেশের বিভিন্ন স্কুল কমিটিও দখল করে শিক্ষকদের প্রভাবিত করা হচ্ছে এবং নির্বাচনী কেন্দ্র দখলের জন্য তাদের ‘সশস্ত্র প্রশিক্ষণ’ দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে তিনি বলেন, “এই নির্বাচন কমিশন সম্পূর্ণ মেরুদণ্ডহীন। রাজনৈতিক দলগুলো কমিশনকে গনিমতের মাল হিসেবে ভাগ করে নিয়েছে। উপদেষ্টাদের নিয়েও দলগুলোর প্রভাব চলছে—কে থাকবে, কে থাকবে না তা তারাই ঠিক করে দিচ্ছে।”

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা পরবর্তীতে এনসিপি গঠন করে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শত কোটি টাকার সম্পত্তি আত্মসাতে জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তি আটক

আ. লীগ আমলের মতো কারচুপির ষড়যন্ত্র চলছে: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময়ঃ ০৫:৪৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক সভায় দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ আমলের মতো কারচুপির ষড়যন্ত্র চলছে।

শুক্রবার শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সভায় এনসিপির ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) ও ঢাকা জেলা শাখার নেতারা অংশ নেন।

সভায় হাসনাত বলেন, “আমরা আবারও দেখতে পাচ্ছি, নির্বাচন প্রক্রিয়াকে প্রি-ইঞ্জিনিয়ারিংয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো বিতর্কিত নির্বাচন আর দেখতে চাই না, কিন্তু এখনকার প্রস্তুতি দেখে মনে হচ্ছে জাতিকে আরেকটি প্রহসনের নির্বাচনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, “এখন সচিবালয়ে বসে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মধ্যে ডিসি ভাগাভাগি করছে। কোথাও বলা হচ্ছে—চট্টগ্রামের ডিসি আমি নেব, উত্তরবঙ্গের দুইটা ছাড়তে হবে। এভাবে প্রশাসনকেও নির্বাচনের অংশ করে ফেলা হচ্ছে।”

হাসনাত জানান, একটি রাজনৈতিক দল তাদের নিয়ন্ত্রিত ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের পোলিং এজেন্ট বানানোর চেষ্টা করছে। এমনকি দেশের বিভিন্ন স্কুল কমিটিও দখল করে শিক্ষকদের প্রভাবিত করা হচ্ছে এবং নির্বাচনী কেন্দ্র দখলের জন্য তাদের ‘সশস্ত্র প্রশিক্ষণ’ দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে তিনি বলেন, “এই নির্বাচন কমিশন সম্পূর্ণ মেরুদণ্ডহীন। রাজনৈতিক দলগুলো কমিশনকে গনিমতের মাল হিসেবে ভাগ করে নিয়েছে। উপদেষ্টাদের নিয়েও দলগুলোর প্রভাব চলছে—কে থাকবে, কে থাকবে না তা তারাই ঠিক করে দিচ্ছে।”

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা পরবর্তীতে এনসিপি গঠন করে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

সাজু/নিএ