০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নভেম্বর থেকেই নতুন পোশাক পাচ্ছে পুলিশ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • 24

আগামী নভেম্বর মাসেই নতুন পোশাক পরতে যাচ্ছেন দেশের পুলিশ সদস্যরা। দীর্ঘ দিনের পুরোনো নকশা ও রঙের পরিবর্তন করে এবার পুলিশের নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে লোহার (আয়রন) রঙে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, প্রথম ধাপে মেট্রোপলিটন পুলিশ সদস্যরা নতুন পোশাক পাবেন। এরপর ধীরে ধীরে সারাদেশের জেলা পুলিশ সদস্যদের মধ্যেও তা বিতরণ করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন করতে পারে, সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনার অংশ হিসেবে পুলিশের পোশাক নির্ধারণ করা হয়েছে লোহার (আয়রন) রঙের, র‍্যাবের জলপাই (অলিভ) রঙে, এবং আনসার বাহিনীর জন্য সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙ নির্ধারণ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সূত্র জানিয়েছে, ১৫ নভেম্বরের মধ্যে নতুন পোশাক সাধারণের সামনে দেখা যাবে। ওই তারিখ থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহ সব মেট্রোপলিটন ইউনিটে নতুন ইউনিফর্ম পরা শুরু হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য ইউনিটেও তা কার্যকর হবে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনী সংস্কার এবং পোশাক পরিবর্তনের দাবি ওঠে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সাধারণ পুলিশ সদস্যদের অন্যতম দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

২৪ দিনের মধ্যে হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চের ৪ দাবি

নভেম্বর থেকেই নতুন পোশাক পাচ্ছে পুলিশ

আপডেট সময়ঃ ০৬:০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

আগামী নভেম্বর মাসেই নতুন পোশাক পরতে যাচ্ছেন দেশের পুলিশ সদস্যরা। দীর্ঘ দিনের পুরোনো নকশা ও রঙের পরিবর্তন করে এবার পুলিশের নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে লোহার (আয়রন) রঙে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, প্রথম ধাপে মেট্রোপলিটন পুলিশ সদস্যরা নতুন পোশাক পাবেন। এরপর ধীরে ধীরে সারাদেশের জেলা পুলিশ সদস্যদের মধ্যেও তা বিতরণ করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন করতে পারে, সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনার অংশ হিসেবে পুলিশের পোশাক নির্ধারণ করা হয়েছে লোহার (আয়রন) রঙের, র‍্যাবের জলপাই (অলিভ) রঙে, এবং আনসার বাহিনীর জন্য সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙ নির্ধারণ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সূত্র জানিয়েছে, ১৫ নভেম্বরের মধ্যে নতুন পোশাক সাধারণের সামনে দেখা যাবে। ওই তারিখ থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহ সব মেট্রোপলিটন ইউনিটে নতুন ইউনিফর্ম পরা শুরু হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য ইউনিটেও তা কার্যকর হবে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনী সংস্কার এবং পোশাক পরিবর্তনের দাবি ওঠে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সাধারণ পুলিশ সদস্যদের অন্যতম দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

সাজু/নিএ